মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২১ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার | আপডেট: ১০:২১ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার
মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম রবি দাস এবং অপরজনের নাম উত্তম ঘোষ। তাদের বাড়ি সেকেন্দারপুর এলাকাতেই। তারা নাকি গ্রাম পাহারায় থাকা নিমাই মন্ডল ওরফে শিবু মন্ডলকে ভুলবশত কুপিয়ে খুন করে। এবং নিমাইকে বাঁচাতে এসে তাদেরই হাতে আক্রান্ত হয় অপর এক যুবক সূর্য মন্ডল। তবে ঘটনার পর অভিযুক্তরা ঘটনার মোড় ঘোরাতে গ্রামবাসীদের ভুল বোঝায় এবং গ্রামবাসীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর এই অবরোধকে কেন্দ্র করেই গত বুধবার অমৃতির সেকেন্দারপুর এলাকায় পুলিশ-জনতা খন্ডযুদ্ধে কার্যত রুণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে রবি দাস ও উত্তম ঘোষকে গ্রেপ্তার করে। ধৃতরা নাকি পুলিশি জেরায় স্বীকার করেছে তারা ভুলবশত গ্রাম পাহারায় থাকা নিমাই ওরফে শিবু মন্ডলকে কুপিয়ে খুন করে এবং তাকে বাঁচাতে এলে তারা সূর্য মন্ডলকেও গুরুতরভাবে আহত করে। তবে ধৃতদের এই স্বীকারোক্তি, সঠিক নাকি তারা পরিকল্পনা করে এই খুনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।