সোমবার   ১০ মার্চ ২০২৫   ফাল্গুন ২৫ ১৪৩১   ১০ রমজান ১৪৪৬

ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব নারী দিবস।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

*আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস । সারা বিশ্বের পাশাপাশি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব নারী দিবস। আমরা নারী আমরা সব পারি ।নারী দিবসে পরিচিত নারীদের অবদানকে কুর্নিশ জানানোর দিন। জল ছাড়া যেমন জীবন অচল, তেমনই নারী ছাড়া অচল একটা সভ্যতা ও সমাজ। তাই নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চ সারা বিশ্বে এই বিশেষ দিনটি উদযাপিত হয়। ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের TIC জয়শ্রী দত্ত বলেন নারীকে যে দেশ, যে সমাজ সম্মান জানায়, সেই দেশ অনেক উন্নতি করে। নারীদের শ্রমই একটি সমাজকে গড়ে তোলে। শুভ আন্তর্জাতিক নারী দিবস।পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে নারী দিবস উপলক্ষে ছাত্রীদের আবৃত্তি নৃত্য ও গানের মধ্য দিয়ে এদিনে অনুষ্ঠান সম্পন্ন হয়। নারী দিবসের অনুষ্ঠানে ছাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । বিশ্ব নারী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের TIC জয়শ্রী দত্ত,তুলসি তালুকদার, শর্মিলা ভৌমিক, অর্পিতা রায়, আনিকুল ইসলাম, তপন সরকার, মিঠুন দাস বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য মোশারফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষিকারা সহ ছাত্রীরা।*