রোববার   ০৯ মার্চ ২০২৫   ফাল্গুন ২৫ ১৪৩১   ০৯ রমজান ১৪৪৬

সামশেরগঞ্জের হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হওয়া সত্ত্বেও আবারো সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা।

 

 মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে উপরে ভয়াবহ পথ দুরর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় জঙ্গিপুর থেকে ফারাক্কা গামি একটি ডাম্পার বেপরোয়া ভাবে, রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ডিভাইডার উপর, অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক সহ খালাসী এবং এলাকার লোকজন। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সামসেরগঞ্জ এর ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসন। ঘটনার কারণে ১২নম্বর জাতীয় সড়ক যানজট সৃষ্টি হয়। যদিও পুলিশের তাৎপরতায় ডাম্পার গাড়িটিকে ক্রেন দিয়ে টেনে নিয়ে গিয়ে। কিছুক্ষণের মধ্যেই যানজট স্বাভাবিক করেন।

তবে কি কারণে ঘটনাটি ঘটলো পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।