বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

উতত

জিপি সচিবকে সম্মান উত্তরকাঞ্চনপুরে

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জিপি সচিবকে সম্মান

জিপি সচিবকে সম্মান

শনিবার উত্তরকাঞ্চনপুর  জিপি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে মানপত্র এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে উক্ত জিপির সচিব সাহাব উদ্দিন লস্কর কে  বিদায়ী সম্মান জানালেন জিপির জনসাধারণ। একজন কর্ম চঞ্চল সত দক্ষ সচিব হিসাবে অত্যন্ত সুনামের সাথে নিজের কর্মজীবনের শেষ সময়  উত্তরকাঞ্চনপুর জিপির সচিব পদে থেকে শেষ করেন সাহাব উদ্দিন লস্কর। এই জিপেতে একজন জিপি সচিবকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা এই প্রথম দেখা গেল। এর আগে দেখা যেত সচিবদের উপর এই জিপির মানুষের বিভিন্ন ক্ষোভ।   সচিব  বদলানোর অনেক আন্দোলন হয়েছে, জিপি সচিবদের উপর মানুষের সদা বিভিন্ন অভিযোগ থাকলেও সাহাব উদ্দিন লস্করের বেলায় এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল। সচিব সাহাব উদ্দিন লস্করের ভূয়সী প্রশংসা করে এদিনের সভায় বক্তব্য রাখেন আলগাপুরের বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী, বরাক ভ্যালি সুরক্ষা সংস্থার মুজিবুর রহমান চৌধুরী, অমরজ্যোতি ক্লাবের সভাপতি প্রনয় কুমার মালাকার, সিরাজ উদ্দিন মজুমদার প্রমুখ। বক্তারা সাহাব উদ্দিন লস্কর কে একজন সত, দক্ষ এবং কর্মচঞ্চল মানুষ ছিলেন বলে প্রশংসা করে বলেন যে কোন সময় জিপি  অফিসে এলে দেখা যেত অফিসে  উপস্থিত থাকতেন তিনি,  সরকারি কর্মচারীরা যদি এইভাবে দায়িত্বশীল থাকেন তবে সমাজের মানুষের অনেক উপকার হয়। সাহাব উদ্দিন চৌধুরী উনার বক্তৃতার বলেন মাত্র কয়েক মাসের চাকুরিজীবী জীবনে এই এলাকার মানুষের সাথে একটা ভাল সু সম্পর্ক গড়ে উঠেছিল। জিপির উন্নয়নমূলক কাজ কর্ম পরিচালনা করতে এই জিপির মানুষ যে সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য তিনি জিপির জনসাধারণ কে ধন্যবাদ জানান।  উত্তরকাঞ্চনপুর জিপি সভাপতি খসরু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান সচিব সামছুল হক লস্কর,   এপি সদস্য আমিন উদ্দিন মজুমদার, টেক্স কালেক্টর আব্দুল কাদির চৌধুরী,  সিএ খাদেজা খানম, জি আরএস মানুজ দাস  প্রাক্তন জিপি সভাপতি শহিদুল হক মজুমদার সহ গ্রুপ সদস্য সদস্যা প্রমুখ। উল্লেখ্য গত ৩১ জানুয়ারি উত্তরকাঞ্চনপুর জিপির সচিব পদে থেকে অত্যন্ত সুনামের সাথে  নিজের চাকুরি জীবন শেষ করে অবসর গ্রহণ করেন সাহাব উদ্দিন লস্কর। উনার কাজ কর্মের উপর বেজায় সন্তুষ্ট ছিলেন উত্তরকাঞ্চনপুর জিপির জনসাধারণ। গরিব দুখি মানুষের কষ্ট ভাল করে বুঝতে পারতেন তিনি। তাই সহজে মানুষ উনার অনুগত হতে থাকেন। উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বর মাসে উত্তরকাঞ্চনপুর জিপির সচিবের দায়িত্ব নিয়ে আসেন কাছাড় জেলার ভাগাবাজারের বাসিন্দা সাহাব উদ্দিন লস্কর। গত 31 জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন চাকুরি জীবন থেকে।