ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে সামসেরগঞ্জের কাকুড়িয়া ময়দানে SDPI এর জনসভা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা SDPI এর।
গোটা দেশের পাশাপাশি সামশেরগঞ্জেও ওয়াকাফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিশাল জনসভা করলো SDPI। বুধবার বিকেলে সামশেরগঞ্জের কাকুড়িয়া মাঠে অনুষ্ঠিত SDPI এর বিক্ষোভ জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিন প্রথমে ডাকবাংলা থেকে একটি বিক্ষোভ মিছিল ও বাসুদেবপুর থেকে একটি বিক্ষোভ মিছিল মোট দুটি মিছিল আসে কাকুড়িয়া মাঠে। বিক্ষোভ জনসভায় ছেলেদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মঞ্চে ওয়াকাফ বিল বাতিলের দাবিতে বক্তব্যে রাখেন বিভিন্ন বক্তারা। বক্তব্যে রাখতে গিয়ে কেন্দ্র সরকার শাসিত বিজেপি'কে চাচাছোলা ভাষায় আক্রমন করে বক্তারা, পাশাপাশি ওয়াকাফ বিল বাতিল না হলে গোটা দেশ স্তব্ধ করে দেয়ার হুমকি দেন এক বক্তা। বিক্ষোভ জনসভায় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি এসডিপিআই। কামাল বাসরুজ্জামান ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি এসডিপিআই। নুরুল ইসলাম SDPI সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সেক্রেটারি। আব্দুর রাকিব ফাইজি, মুর্শিদাবাদ জেলা সভাপতি জামেয়াতে আহলে হাদিস ও সিতারামপুর মাদ্রাসার হেড মাদার্রেস। হানজেলা শেখ, পাকুর জেলা পরিষদ সদস্য ও ঝাড়খন্ড রাজ্যের রাজ্য সভাপতি এসডিপিআই। মাওলানা নুরুল ইসলাম কাসেমী শায়খুল হাদিস লোহরপুর মাদ্রাসা। এমদাদুল হক সুতি বিধানসভা সভাপতি এসডিপিআই,আলাউদ্দিন, সুমন মন্ডল সহ ফরাক্কা, সুতি সামশেরগঞ্জের সমস্ত নেতৃত্বরা।