সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোটরবাইক - সবজির লরি মুখোমুখি সংঘর্ষ

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

করণদীঘির ডুমরাডাংগি চুয়াডাঙ্গা জাতীয় সড়কে মোটরবাইকের সাথে সবজির লরি মুখোমুখি সংঘর্ষ

করণদীঘির ডুমরাডাংগি চুয়াডাঙ্গা জাতীয় সড়কে মোটরবাইকের সাথে সবজির লরি মুখোমুখি সংঘর্ষ

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরের করণ দীঘির ডুমরা ডাংগি চুয়াডাঙ্গা 34 নং জাতীয় সড়কে মোটরবাইক  এর সাথে সবজির লড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।  এর ফলে সাথে সাথে মৃত্যু হয় বাইক  । মৃত যুবকের নাম মিঠু মাহাতো। বাড়ি টুঙ্গীদীঘির বারনগাঁও এলাকায়। ঘটনাস্থলে করণদিঘি থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ এসে অবরোধ মুক্ত করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ টুঙ্গীদীঘি থেকে করণদিঘি তে কাজে এসেছিল মিঠু মাহাতো। জাতীয় সড়ক ধরে মোটর বাইকে করে করণদিঘি যাওয়ার সময় ডুমরা ডাংগি চুয়াডাঙ্গা এলাকায় এসে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়িটি আটক করলেও গাড়ির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ।