শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৪ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

অর্জুনের বাড়িতে হাজির হল পুলিশ

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার

বিজেপিনেতা অর্জুন সিং-এর বাড়িতে সদলবালে হাজির হল পুলিশ। যদিও অর্জুন তখন বাড়িতে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ মমতার নির্দেশে কাজ করছে। আমাকে যখন-তখন ডাকা হলে আমি যেতে পারব না। কয়েকদিন আগেই একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা। এরপরই অর্জুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট শুভেন্দু অধিকারী। হামলাকারীদের সেফ প্যাসেজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। শুধু জঙ্গি হামলা নয়, রাসায়নিক স্প্রে করেও শুভেন্দুকে মারা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অর্জুন সিং-এর এই মন্তব্যের পর ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেন। তাঁর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মানিত হয়েছেন। অর্জুন সিং-কে প্রথমে ই-মেল মারফৎ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিশ দেয় জগদ্দল থানার পুলিশ। আর এবার বাড়িতেই হাজির হল পুলিশ।