কবিতা - তোমাকে...
ড. মনোরঞ্জন দাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
তোমাকে...
( মোঃ ইজাজ আহামেদ-এর প্রতি)
ড. মনোরঞ্জন দাস
১
সার্বিক অবস্থানে তুমি প্রিয়,
প্রিয়ময় বড় ।
একক অনুভবে সেইই তো
সামগ্রিক বৃত্তে সমাসীন,
তোমারও তো তর্পণে প্রেম আছে, আছে প্রেমবলয়।
সার্বিক প্রহরে তুমি সক্রিয়,
ক্রিয়াশীল বড় এখন।
২
বিবর্তনে চলো তুমি, তোমার
সাথে যাবো,
সমর্থনে চলো তুমি, তোমার
সাথে যাবো।
আকর্ষণে চলো তুমি, তোমার
সাথে যাবো,
বিকর্ষণে চলো তুমি, তোমার
সাথে যাবো।
৩
সমধিক সংস্কারে তোমার
প্রাধান্য
এখন পার্বনে
ঝড় তোলে,
যেখানে প্রার্থনারা পুরোপুরি
এককে থাকে,অনুসারে থাকে
যাবতীয় যোগে তুমি আর
যৌগিক নও,
মৌলিকতায় আছো বেশ!
৪
তুমি প্রাপ্ত সোহাগে শিশির
মাখো হৈমন্তিক হৃদয়ে,
তুমি সুন্দরের সাথে
সাজুকতায় থাকো,
থাকো অনবদ্য আলোর
অধ্যায়ে
আর ছন্দবৃত্তে তুমি বিকাশের
স্ফুরণ এক এবং একক
তুমি যেন সময়ে উপনীত
সকাল এক, সারাৎসারে।
৫
প্রথাগত মান্যতায় তুমি
মানবিক বড়,
প্রেরণে তুমি প্রেক্ষাপট এক,
অনন্য ।
দিনগত দর্পণে তুমি মধুর মনন এক সর্বতো,
তুমি ঋদ্ধ রাজপথে আলোর
মিছিল এক, তুমি ধন্য ।