একগুচ্ছ কবিতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার
মানুষ শূন্য শহর
তুহীন বিশ্বাস (ঢাকা, বাংলাদেশ)
অচেনা রাজ্যে সুখ কিনতে গিয়ে দেখি...
মানুষ শূন্য শহর, রক্তের লাল নহর
অদ্ভুত সব প্রাণী, তারাই নাকি জ্ঞানী।
খানিক পরে নিজেকে আবিষ্কার করি...
কিম্ভূতকিমাকার অমানুষের দলে
মিলেমিশে একাকার স্বার্থের ছলে।
মুহূর্তে আমরা সবাই আসল ভুলে যাই
চরিত্র বিক্রি করি সস্তায়, শুধু চাই, চাই।
কবিতার কষ্ট
তুহীন বিশ্বাস (ঢাকা, বাংলাদেশ)
অঙ্কুরোদগম কিংবা কলি অথবা প্রস্ফুট;
প্রহরগুলো যদি নাস্তিক হয়, সর্বনাশ!
বিশ্বস্ত আটপৌরে স্বভাব অস্ত যাবে
নেমে আসবে ভয়ংকর অন্ধকার।
কখনো ডানের পথিক যদি বামে হাঁটে;
ঠিক অর্থহীন কবিতার কষ্টের মতো,
নিভে যাবে বর্ণমালা সজ্জিত প্রদীপ
কলঙ্কিত হবে স্বপ্নরাজ কুলদীপ।
নিষ্পাপ ভাগ্যচক্র
তুহীন বিশ্বাস (ঢাকা, বাংলাদেশ)
রাষ্ট্র তোমার রাজস্ব নিয়ে চলছে ছলাকলা
সাধারনেরা শিকলবন্দী নেই তো কিছু বলা,
চারদিক শুধু হাহাকার, বাড়ছে পণ্যের দাম
শূন্য তুমি, নিঃস্ব তুমি শুধুই স্বাধীনতার নাম।
ভেঙে গেছে সকল শাসন পঙ্গু হয়েছো তুমি
অনিরাপদে মানুষ যত আঁকড়ে আছে ভূমি,
অন্ন, বস্ত্র, বাসস্থানে হিমশিম খাচ্ছে জনতা
ফাঁকা বুলিতে যারা আসল কাজে মৌনতা।
আজ শিশু জন্ম নিয়ে হচ্ছে ঋণের ভাগিদার
নিষ্পাপে ভাগ্যচক্রে ঋণ পরিশোধে দাবিদার।