একগুচ্ছ কবিতা
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ (বাংলাদেশ)
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার
বাংলাদেশ
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
বাংলাদেশের রূপের গান,
নদীর জল, মাঠের বাণ।
সুবর্ণ সূর্য, সবুজ পাতা,
বৃষ্টির দিনে বাহারি ছাতা।
ছুটে চলে গাঙের জল,
মিষ্টি পাখির গান, ভোরবেলায় পাঠশালায় শিশুদের কলতান ।
ঢাকার বাতাসে ইতিহাস,
শিল্প সংস্কৃতির সোনালি বসবাস।
চাঁদের আলোতে রাতের দিগন্ত,
মোঘল ইতিহাসের গর্বিত বন্ট।
শশী-শিরা, নদীর পাড়,
দেশের প্রেমে ভরা আমাদের হৃদয়-চার।
চা-বাগানের নীলাভ ছায়া,
সাহিত্যের শহর, সংস্কৃতির মায়া।
বাংলাদেশ, তোর প্রেমে দিই প্রাণ,
তোর জন্য রচিত হল এ গান।
মানবতার জয়
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
মানুষে মানুষে ভালোবাসা,
এটাই জীবন, এটাই আশা।
একত্রে থাকলে হয় সবার জয়,
ভালোবাসা হোক পুরো পৃথিবীময়।
দুঃখ-সুখে হাত বাড়াও,
সহানুভূতি কখনো না ছাড়াও।
যতই বিপদ আসুক সামনে,
একসাথে হয়ে কাটাবো ভয় আল্লাহর নামে।
অন্তরে ভালোবাসা জাগাও,
অন্যকে বুঝতে শিখাও।
হিংসা দূর করো, সহানুভূতি বাড়াও,
পরস্পরের পাশে দাঁড়িয়ে সবার মন জয়াও।
যত বেশি ভালোবাসা, তত শক্তি বৃদ্ধি,
মানবতা রক্ষা হোক, আমাদের সবার দৃষ্টি।
বিশ্বে যতই আসুক অন্ধকার,
মানবতা দিয়ে হোক আলোর প্রক্ষেপণ বার।
এভাবেই এগিয়ে চলে করি শুদ্ধ পথ অনুসরণ,
মানুষের কল্যাণে থাকুক আমাদের মন।
আমার দেশ
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমার দেশটি বাংলাদেশ, শান্তির নীড় তার,
সবুজ শ্যামল নদী-খাল, মেঠো পথের বাহার।
গাছের সারি, ফসলের মাঠ, খুশির ফুলঝুরি,
এই বাংলার মাটি যেন রূপকথার পুরী।
জল-হাওয়ায় ভাসে এখানে সুরের মধুমাখা,
এই দেশ আমার প্রাণের ঠাঁই, যেন মায়ের আঁচল রাখা।
পাখির গান, শিশির ভেজা সকালে সূর্যের হাসি,
প্রকৃতির কোলে জন্ম আমার, এতো মধুর বাসি।
বাতাসে মিশে থাকে প্রেম, চির আপন টান,
এ বাংলার প্রতিটি কোণ আল্লাহর রহমতের দান।
বড় সুন্দর আমার দেশ, এ তো স্বপ্নপুরী,
ভালোবাসার ছোঁয়ায় মোড়া সবুজের কুঁড়ি।
আমার দেশ বাংলাদেশ, চিরকাল আমার,
জীবনের পথে সবসময় নিমন্ত্রণ তোমার ।
প্রার্থনা
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
ও আল্লাহ!! আমরা গুনাহগার বান্দা
অনেক করেছি ভুল,
তুমি যদি না করো ক্ষমা
পাবো না খুঁজে কুল।
দুনিয়ায় মোরা বড়াই করি
লড়াই করি এতো ,
সব যদি হয়েই থাকে
তোমার ইচ্ছে মতো।
চোখ থাকতে আমরা তবু
চোখে দেখি নাকো,
যেন তুমি আলোর ভূবন
আঁধার দিয়ে ঢাকো।
তুমি যদি ছোট বড়
সমান দেখতে পাও ,
আমাদেরও তেমনি একটু
দেখার নয়ন দাও ।
কেন মোরা পরস্পরকে
চিনতে করছি ভূল,
একে অন্যের হক মেরে
হারাচ্ছি দুই কুল ।
ওগো দয়াময় মালিক আমার
তুমি যে মহান ,
মোদের জীবনের সব কিছু
কেবল তোমারি দান ।
আমরা সবাই চাই ক্ষমা
তোমারি করি ইবাদত ,
মাফ করে দাও তুমি
চাই তোমারি নেয়ামত।