রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিধায়ক ইমানী বিশ্বাসের ফুটবল টুর্নামেন্ট ছাবঘাটি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৪৯ এএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার

সুতির বিধায়ক ইমানী বিশ্বাসের উদ্যোগে সাত দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার বিকালে।এদিন মুর্শিদাবাদের ছাবঘাটি কেডি বিদ্যালয় ময়দানে প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নয়া বাহাদুরপুর একাদশ বনাম ফারাক্কা আদিবাসী উন্নয়ন সমিতি । উদ্বোধনের প্রথম ম্যাচে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো ।দিনের পর দিন আধুনিক যুগে মোবাইলের সঙ্গে যুবসমাজ লিপ্ত, ক্রীড়া প্রতিযোগিতা শরীর চর্চার পাশাপাশি ফুটবল প্রেমীদের মাঠ মুখী করতে এই উদ্যোগ বর্তমানে মোবাইল গেমের ওপর সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বর্তমান যুব সমাজ। তাই ছেলেদের কে ফুটবল উপর উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে নয়া বাহাদুরপুর ,১-০ গোলে জয়ী হয়।নয়া বাহাদুরপুর একাদশের গোলদাতাকে ম্যান অফ দ্যা ম্যাচ তুলে দেন সুতির বিধায়ক ইমানী বিশ্বাস । মাসুদ রানা জানান মোবাইল ফোনে সীমাবদ্ধ বর্তমানে যুব সমাজ। ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করতে, বর্তমান যুব সমাজকে সুস্থ দেহ সুস্থ মন যাতে থাকে, তাই ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করতে বিধায়ক ইমানি বিশ্বাসের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল আয়োজন করা হয়।ছাবঘাটি কেডি বিদ্যালয় ময়দানে আগামী ১০ই নভেম্বর পর্যন্ত চলবে এই ফুটবল টুর্নামেন্ট । এদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানী বিশ্বাস , যুব নেতা ওবাইদুর রহমান ওরফে সিটু, সুতি-1 ব্লক সভাপতি সেরাজুল ইসলাম, সুতি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিবি, সুতি-২ ব্লক যুব সভাপতি ওবায়দুর রহমান (সিটু) মহেসাইল-২ অঞ্চলের প্রধান নার্গিস আক্তার বানু, সুতি ২ ব্লকের সহ সভাপতি মাসুদ রানা, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ।।