শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুভেন্দুর সভায় শিক্ষকদের ঢল

সরিফুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

বুধবার মালদার নিত্যানন্দপুরের সুভেন্দুর জনসভায়  শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এই নিত্যানন্দপুরেই গত ২২ তারিখ সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারই পালটা জবাব দিতে ডাক দেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী সুভেন্দু অধিকারি। তারই ডাকে সাড়া দিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব মাঠে নেমে পড়ে। প্রচার শুরু হয় জেলা জুড়ে। তারই ফল স্বরূপ এদিন গ্রামগঞ্জের আনাচে কানাচে থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে নিত্যানন্দপুরের মাঠে। জনসমুদ্রে ভেসে যায় পুরো মালদা। আর এরই মধ্যে মালদার বিভিন্ন ব্লক থেকে আসা শিক্ষকদের উপস্থিতি অন্য মাত্রা এনে দেয় এদিন। এক প্রশ্নের উত্তরে মাধ্যমিকের জেলা কনভেনর সঞ্জয় বল, শিক্ষক নজরুল ইসলাম, জিয়াউর রহমান, ফারুক বুলবুলরা জানান দেশে এক অশুভ শক্তি কাজ করছে ।দেশে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তা বন্ধ করতে হলে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুকুলে জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনের হাত শক্ত করতে সমস্ত শিক্ষিত সমাজকে এগিয়ে আসা খুব দরকার।