উত্তাল আসম বিধানসভা নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
হাতে হাতে প্লে কাড নিয়ে তীব্র প্রতিবাদ বিরোধী দলের বিধায়করা
অধিবেশনের প্রথম দিনই উত্তাল বিধানসভা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ । অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান বিরোধী দলের , হাতে হাতে প্লে কাড নিয়ে তীব্র প্রতিবাদ বিরোধী দলের বিধায়করা
নাগরিকত্ব আইন সংশোধনী বিলকে কেন্দ্র করে রাজ্যের বাঙ্গালিদের নিয়ে রাজনীতি অভিযোগ আনলেন উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ । সোমবার এই বিল নিয়ে যে সময় বিধানসভায় উত্তাল করেছেন বিরোধিরা তখন গরহাজির ছিলেন কমলাক্ষ । এনিয়ে জবাব বিরোধি দলনেতা দেবব্রত শইকিয়া বলেন এর মধ্যে অগপর সভাপতি অতুল বরা । এই কিছুদিন আগে পর্যন্ত যিনি ছিলেন সর্বানন্দ সনোয়াল সরকারের কৃষিমন্ত্রি । এবং সঙ্গে সঙ্গেই উঠে দাড়ান অগপর আরেক পদত্যাগী মন্ত্রী ফণীভূষণ চৌধুরী । এক মুহূর্তের মধ্যেই অন্য দুই বিরোধী দল কংগ্রেস এবং এআইউডিএফ এর বিধায়করা এক সুরে চিৎকার করে তুলে দেন । হাতে ধরে প্ল্যাকার্ডগুোলোতে উচয়ে ধরেন তারা । প্রতিবাদের ইস্যু একটাই নাগরিকত্ব বিল । প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল এই বিল বাতল করতে হবে অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করা হোক । সুরক্ষিত হোক অসমিয়া জাতির ভাষা সংস্কৃতি ।