অপহরণে হাত থেকে রক্ষা পেল দুই শিশু
শঙ্কর গুপ্তা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
জ্ঞান ফিরার পরে দুষ্কৃতিকারীদের হাতে কামড দিয়ে ছুটে আসে দুই বালক
উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর রায়গঞ্জ দেবিনগর শ্যামপুর বাসিন্দা দুই স্কুল ছাত্র কে খেলা থেকে বাড়ি ফেরার পথে তিন জন দুষ্কৃতি পিছন থেকে ধাক্কা মেরে অজ্ঞান করে পাচার করার চেষ্টা করে । অবশেষে রাধিকাপুর থেকে কলকাতা এক্সপ্রেসে ওই বালক দের নিয়ে যাওয়ার সময় তারা দুষ্কৃতি দের হাত থেকে রক্ষা পায়। সাধারন মানুষের সহযোগিতায় তারা কোনো মত করে নিজেদের রক্ষা করে পুলিশ কে সমস্ত ঘটনা জানায়।
জানা যায় রায়গঞ্জ এর দেবী নগরের বাসিন্দা রাজ দীপ ,(12 )সাহা ও সুর্য সাহা (10 )। তারা মাঠে খেলে বাড়ি ফেরার পথে পিছন থেকে নাকে কাপড় দিয়ে মুখ বন্দ করে অজ্ঞান করে রায়গঞ্জ থেকে কলকাতা নিয়ে যাবার সময় কালিয়াগঞ্জ জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পরে দুষ্কৃতিকারীদের হাতে কামড দিয়ে ছুটে আসে দুই বালক, ও আসে পাশের সাধারন মানুষ তাদের উদ্ধার করে। অবশেষে কালিয়াগঞ্জ থানায় খবর দেওযা হয়। অবশেষে পুলিশ রাজ দীপ সাহা র মেসো বাড়ি কালিয়াগঞ্জ ভবানি মন্দিরে খবর দেয় ।ও তাকে তার মেসোর কাছে পাঠায়। অন্য ছাত্র র পরিবারেও খবর দেওয়া হয়। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ থানায়
লিখিত ভাবে দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ও অভিযোগ করা হয়।