কবিতা - বেদনাশ্রু
হান্নান বিশ্বাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
বেদনাশ্রু
হান্নান বিশ্বাস
বাগান বিলাসের মতো সৌন্দর্য বাড়াতে
ইচ্ছেদের রোজ প্রুনিং করি
বাসি ভাবনাদের ছেঁটে দিই
টবের মাটিতে অবাঞ্ছিত জড়ের ন্যায়
মাটি একটু উর্বর রস দিলেই
মনে সবুজ শিশু পত্রের জন্ম হয়
স্বপ্নদের সাজিয়ে তুলি
নবকুড়ির সমারোহে অনাবিল আনন্দে
বাতাসের স্পর্শে
আকাশ ছোঁয়ার চেষ্টা করি
মন একটু সেঁজে উঠলেই
করিডোরের বারান্দা ঝলসে ওঠে
দিন শেষে হিসেব পত্রে গরমিল
কংক্রিটের কার্নিশ বেয়ে
বেদনাশ্রু গড়িয়ে পড়ে অভাগীর চোখের মতোই