মানবিকতা নেই বলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে
মেহেরুন নেশা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১০:২৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

আমরা শিক্ষা বলতে সাধারণত বুঝি প্রথাগত শিক্ষাকেই। যা আমাদের ভবিষ্যৎ জীবনে নানা ধরনের কাজে দরকার পড়ে। তবে প্রথাগত শিক্ষাছাড়া আমাদের দরকার পরে অপ্রথাগত শিক্ষা বা নিয়মবর্হিগত শিক্ষার, যা সাধারনত আমরা নিজেদের বাড়ি থেকে অর্জন করি, সেটি আমাদের আচার-আচরণ, প্রেষণা, এবং মানসিকতা গড়তে সাহায্য করে। আমরা সকলেই জানি কলকাতার আর, জি কর হাসপাতালের ঘটনাটি, তবে সেই মেয়েটিকেও কেউ না কেউ নিযার্তন করেছে। তারা সম্ভবত সেই হাসপাতালের। আমরা জানি, ডাক্তার বা মেডিক্যাল পড়াশোনার ক্ষেত্রে গেলে প্রচুর পরিশ্রম, দক্ষতা ও শিক্ষার প্রয়োজন হয়। তারাও প্রচুর পরিশ্রম কার অন্য ছাত্রছাত্রীদের পিছনে ফেলে সেই হাসপাতালে স্থান পয়েছে। অর্থাৎ তারা প্রচুর শিক্ষিত কিন্তু তাদের প্রথাগত শিক্ষা থাকলেও অপ্রথাগত শিক্ষা বা মানবিকতা নেই বলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে মনে করি।