কবিতা - ডাক
কবি-মাহফুজা রহমান (বাংলাদেশ)
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৩ এএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
কবিতা- ডাক
কবি-মাহফুজা রহমান
এলোমেলো
সব গেলো,
মাথা গুলো
কি হারালো!
সব জন
শুভ ক্ষণ,
সাথী হোন
বুঝে মন!
কত খেলা
জমে মেলা,
রয়ে খোলা
বয়ে চলা!
চারি পাশে
দেখি বসে,
কেউ হাসে
নেই পাশে!
খেয়ে চুষে
জুসে জুসে,
স্বর্গে মিশে
দুলা রিশে!
যতো পাপ
হয়ে সাপ,
মারে ধাপ
নয় মাপ!
বড়ো বাড়ি
করে গাড়ি,
খাচ্ছে খরি
'ক'বেচারি!
যতো খাও
আরো চাও,
যা জমাও
শুধু ফাও!
যাবে বোকা
তুমি একা,
করে ফাঁকা
ঘুরে চাকা!
এই ধনী
নয় খনি,
শুনো মনি
ডাক ধ্বনি!
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।