Poem - Harmonious Song
Dr. Nahyun Kim (South Korea), Bengali Translation: Md Ejaj Ahamed
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১২ এএম, ২৭ আগস্ট ২০২৪ মঙ্গলবার
Harmonious Song
Dr. Nahyun Kim (South Korea)
When I stand in a fresh forest, the scent of flowers spreads.
Dandelion seeds spread widely in the wind,
Nature interacts with each other
The earth grows fruit like a mother.
Heaven, earth, and humans are in beautiful harmony
Everything circulates and exists in harmony
In the evergreen forest
Everyone sings a song in harmony together
What a beautiful world,
A place where humans and nature are in harmony.
সুরেলা গান
ড. নাহিউন কিম (দক্ষিণ কোরিয়া)
অনুবাদ: মোঃ ইজাজ আহামেদ
যখন আমি সতেজ বনে দাঁড়াই, তখন ফুলের ঘ্রাণ ছড়ায়।
ড্যান্ডেলিয়ন বীজ বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে,
প্রকৃতি একে অপরের সাথে যোগাযোগ করে
পৃথিবী মায়ের মতো ফল বড়ো করে।
স্বর্গ, পৃথিবী এবং মানুষ আছে সুন্দর ঐক্যতানে
প্রত্যেকটি বস্তু সঞ্চালিত হয় এবং বিদ্যমান থাকে মিলে
চিরসবুজ বনে
প্রত্যেকে গান গায় একসাথে মিলে
কী সুন্দর পৃথিবী,
এমন একটি জায়গা যেখানে মিলমিশে রয়েছে মানুষ এবং প্রকৃতি ।
*এই কবিতাটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ - এর দ্বারা অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
(This poem has been translated into Bengali from English by Md Ejaj Ahamed from Aurangabad, Murshidabad, West Bengal, India)