কবিতা - মসৃণ জীবন
জেবুন্নেছা জেবু (বাংলাদেশ)
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৮ আগস্ট ২০২৪ রোববার
মসৃণ জীবন
জেবুন্নেছা জেবু
শিক্ষিত সুশীল মানুষ হবার আছে যন্ত্রণা
পারে না ওরা নিয়মের বাহিরে গিয়ে
প্রকাশ করতে নিজের কষ্ট, না পাওয়া,
পেয়ে হারানোর বেদনা
কিংবা ইচ্ছে গুলো সহজ যাপন করা।
শিক্ষিত জীবন সুসজ্জিত আসবাব এর মতন
বাহিরের কভার সুন্দর মসৃণ থাকা চাই,
যতোই ভেতরে পেরক দিয়ে জোড়াতালি
দেয়া হোক না কেনো।
সভ্যতা মানুষকে মসৃণতা দিয়েছে
কেড়ে নিয়েছে প্রকাশ ক্ষমতা,
দয়া মায়া সব উপড়ে ফেলে
কাগজকেই করে দিয়েছে জায়গা,
সেরা জীবের মুল্যায়নে
জুড়েছে স্রেফ বিনিময়,
ভালবাসাকে করেছে কেবল অভিনয়।
মনে হয় যেনো,
শিক্ষাহীন জীবনই সুখের মুল
ওদের আছে স্বাধীন কুল,নেই ভুল
শিক্ষিতদের বাচাঁ মুশকিল মর্মে মর্মে
দিয়ে যেতে হয় মানুষ হবার মাশুল।।