কবিতা - একবিংশ শতাব্দী
মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
একবিংশ শতাব্দী
মোঃ ইজাজ আহামেদ
একবিংশের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে
আমরা পৌঁছেছি সভ্যতার উন্নতির চরম শিখরে
তবু ঘটনা সাম্প্রদায়িকতার, শিশুদের উপর অত্যাচার,
নারীদের উপর অত্যাচার,
নৃশংস ধর্ষণ ঘটে চলেছে অহরহ
যেন হার মেনেছে এই যুগের কাছে আদিম যুগও।
সৃষ্টির পর থেকে সভ্যতার চাকা টানতে
সমান অবদান রেখেছে নারী এই পৃথিবীতে;
যে নারী কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী হয়ে
নিঃস্বার্থভাবে মানবজাতির সেবা করে চলেছে,
মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে,
তাদের অবদানে এই ভুবন সুন্দর হয়ে উঠেছে
অথচ তারাই আজ নিরাপত্তাহীনতায় সর্বদাই ভুগছে
তাদের জঠরে জন্ম নেওয়া পুরুষ জাতির কিছু নর পশুদের ভয়ে;
তাদের দয়ায় মায়ায় বেড়ে উঠা কুলাঙ্গারদের অত্যাচারে
অকালে দুই চোখে দুঃখের নোনা জল নিয়ে
সুখের মায়ার সংসার ত্যাগ করতে হচ্ছে তাদেরকে।
এই যুগ যেন যন্ত্র মানবের-
সহানুভূতি নেই, অনুভূতি নেই,
মানবিকতা নেই, নেই বোধ শাশ্বত জ্ঞানের,
নেই হাত সাহায্যের, নেই বোধ আদর্শের;
এই যুগ যেন আধিপত্যের, এই যুগ যেন স্বার্থের।