সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - তাদের কথা

মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১১ আগস্ট ২০২৪ রোববার

তাদের কথা
মোঃ ইজাজ আহামেদ


নদীর তীরে তারা বসতি স্থাপন করেছিল
জায়গা কিনে সাধের নীড় তৈরি করেছিল বাবুই পাখির মতো;
বুক ভরা স্বপ্ন নিয়ে জীবন-জীবিকা করছিল নির্বাহ;
নদীর কলকল ধ্বনি,
জলে রবির উদয় ও অস্ত যাওয়ার ছবি,
মৃদুমন্দ বাতাস, চাঁদের জোছনা তাদের হৃদয়ের সাগরে
প্রফুল্লতার জোয়ার নিয়ে আসত;
তাদের দু- চোখের তারায় স্বপ্নেরা ভিড় জমাত
নদীর ঢেউ তাদের গান শুনাতো,
বাতাস ঢেউয়ের সঙ্গে নৃত্য করতো
আর তাদের দেহ-মনে আদর এঁকে যেত;
রুপালি ভোর, রুপালি জ্যোৎস্না ভরা নিশি
তাদের বাড়িতে উঁকি মারতো
আর গঙ্গার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতো;
সূর্য ঘুম থেকে জেগে উঠতো
সোনালী আভা নিয়ে তটিনীর আকাশে
তারাও জেগে উঠতো ঘুম থেকে,
মুখ দেখতো জলের আরশিতে,
সূর্য তাদের আদুরে চুমু দিত;
গোধূলিবেলায় তারা, তাদের স্বপ্নের নীড়গুলো,
তরঙ্গিনী, তাদের মাঠগুলো, তাদের বাগানগুলো
গোধূলি আলোর পোশাকে সজ্জিত হতো;
গঙ্গা-পদ্মা হতে রুপালি শস্য আসতো পাতে,
শরতের কাশ তাদের হাতছানি দিয়ে
বেড়াতে ডাকতো তাদের বাড়ি কাশবনে
সেই ডাকে সাড়া না দিয়ে পারতো না তারা থাকতে;
দিনগুলো কতই না মধুর ছিল!
কিন্তু বর্ষা রানীর আগমন হতেই
নব যৌবনা স্রোতস্বিনী উত্তাল হয়ে উঠলো;
তাদের স্বপ্নের দিনগুলো, স্বপ্নের বাড়িগুলো
দুঃখ স্বপ্নে পরিণত হলো;
তারা আতঙ্কে শুধু প্রহর গুনলো;
তাদের ভিটেমাটি স্রোতের গ্রাস কবলে পড়লো;
ভিটেমাটি তাদের দুঃখ দুর্দশাকে নিয়ে
ইতিহাসের পিঠে চড়ে যেতে লাগলো সময়ের দেশে ।