সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - পাগলের ডায়েরি

আবদুস সালাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার

পাগলের ডায়েরি
আবদুস সালাম

 দুখের আজ বড্ড অসুখ 
বেজে চলেছে ফুল্লরার বারমাস্যার ক্যাসেট
দুখের ছবি সাঁটানো আছে কপালে
বিজ্ঞ লোকেরা সেই ছবি পড়ে আর মিচকি হাসে

বুঝে আসে না অসুখটা আমার না দুঃখের 
পাড়ার লোকেরা অবলীলায় বলে পাগল     কেউ কেউ ছুঁড়ে মারে ঢিল--
 হি হি করে হাসে
আবার কাঁদি-- মাথা ভর্তি দগদগে অসুখ


পেটের কোণে পড়ে আছে লেড়ো বিস্কুট আর লিকার চা
গাছ তলায় বসে সারা দিন  হাওয়া  খাই 
গোঙানি মার্কা ভবিষ্যৎ উঁকি মারে
অবহেলার উনুনে সিদ্ধ হয় যন্ত্রণা

বাতাসে ভাসে বন্ধুদের  মসকরা
মাথা গরম  হলে খুলে ফেলি কাপড়
 শালার ছেলেদের দেখিরে বলে তেড়ে যায়
স্বেচ্ছায় সাজি পাগল 
চনমনে খিদে, ঘামভেজা অস্থির অ্যালবাম আঁকে

হাভাতে সংসারে  লিখি অসুখের ডায়েরি