সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মরুতে জোয়ার

দীপ্ত হৃদ মতিন (বাংলাদেশ)

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫০ এএম, ৪ আগস্ট ২০২৪ রোববার

মরুতে জোয়ার
দীপ্ত হৃদ মতিন

ঐ নীলিমার ওপারে দৃষ্টি সাঁতার কাটে
ভীষণ বৃষ্টি ঝরে দু'নয়ন জুড়ে!
স্মৃতির বরফ গলে নিভৃত হিমালয়ে!
ভেতরের কবি কথা বলে একাকী!
হিমালয়ের মতো দৃঢ় সর্বংসহা কবি!
কষ্টের নীল দংশনে বিলুপ্ত চৈতন্যের
জীবন্ত এক লাশ এই আমি!

কতো কথা তবুও শেষ হয়না আকুতি
কথার ভেতরে লুকিয়ে থাকা ব্যাকুলতা
যেনো সুরভিত গোলাপের পাপড়ি!
হৃদয় কাননে উড়ে বেড়ায় অলি
কুসুমের কানে সুর তোলে ভৈরবী
মরু হৃদয়ের দিগন্ত জুড়ে সোনালী
আলোর ঝলকানি!পুলকিত পৃথিবী!
আকাশে উড়ে বেড়ায় সাদা পালকি
মন চায় সোয়ার হয়ে উড়ে বেড়াই
চলে যাই নীলিমার ওপারে ছায়াপথের
তারাদের মাঝে অনন্ত এক অভিসারে!
অলীক কল্পনার ঘোরে লীন এই কবি
এ জীবনে পূর্ণ হবে কি তোমার দুরাশা!

পৃথিবীর বনানীর সবুজ আবাহনে
জীবনের নতুন স্বপ্ন আশা জাগে ,
প্রচন্ড ঝড়ে বিধ্বস্ত বনানীর বৃক্ষ
শাখা প্রশাখায় হয়ে ওঠে পল্লবিত
প্রসারিত হয় গাড় সবুজের গালিচা!
ফুলে ফুলে ভরে সুশোভিত হয়ে ওঠে!

আমিতো প্রকৃতির সন্তান
আলোড়িত হৈই প্রকৃতির সান্নিধ্যে
জেগে ওঠে নতুন প্রাণ! বিধ্বস্ত জীবন
আলোড়িত হয় নতুনের আবাহনে!

আজ মরা নদীতে এলো বুঝি জোয়ার
আমি একেলা কে হবে সঙ্গী আমার।
জীবন মরুতে সৃজিব সবুজের সমাহার !

রচিত:১৭.০৭.২০২৪ সকাল:০৯.০৮মি