সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - আমি না বলেছিলেম

খগেন্দ্রনাথ অধিকারী 

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

আমি না বলেছিলেম
খগেন্দ্রনাথ অধিকারী 

আমি না বলেছিলেম 
সাবির, কেঁদনা কেঁদনা
শিশু কন্যার লাশ নিয়ে 
উত্তাল জর্ডান তীরে,
দুচোখে আগুন জ্বালো 
মার্কিন -তেলআবিবের
শয়তানির কালো মেঘ 
ছিঁড়ে যাবে অচিরে।
গিয়েছেও সত্যিই তাই,
গাজার আকাশে দেখ
যত ছিল ঘনঘটা,
সরে গেছে দূরে।
চন্দ্র সূর্য তারার মত
স্বীকৃতির জ্যোতি দিয়ে 
প্যালেস্টাইনকে বিশ্ব
রাঙাচ্ছে আবিরে।
তোমার তনুজা বন্ধু 
মৃত্যুতে হয়নি শেষ,
মৃত্যুরও মৃত্যু আছে,
সে দানবের পেট চিরে 
মরহুম সন্তানরা সব
নিযুত কুসুম হয়ে
মানব মুক্তির সৌরভ 
দিকে দিকে ছড়াবে।