কবিতা - আপেলমুখ
নিলয় রফিক (বাংলাদেশ)
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
আপেলমুখ
নিলয় রফিক
বাঁকখালী-দেহরূপ প্রেমের মুগ্ধতা ইতি-টেনে
গ্রামীণ সড়কে পাশে,বৃক্ষছায়া যুগল আয়েশ
পায়রা-ঘুঘুর গানে,ঘুমঘোরে ফুলের সকাল
রোদের ডানায় স্বপ্ন চাষে পার কৌশল-মহলে।
সন্ধ্যায় নদীর ঘাটে,ক্লান্তিদাগ জলের শিরায়
একাকিত্ব প্রকৃতির শব্দঘরে চোখের কুহক
আড়ালে আপেলমুখ,আড্ডার নাহারে দেখা হবে
শূন্যতা টেবিল ফাঁকা,স্মৃতির সৌরভ গন্ধ ডাকে।
আলোর আঁধারে বাঁকে
পোড়াবিলে নির্জনে আলয়
অদূরে কবিতাবাড়ি,পরিচর্যা চিন্তায় মগ্নতা
কুনজরে লাঠিবাহু নামজারি ভূমির দপ্তরে
সীমানা দেয়াল-রেখা, বীজতলা অমৃতি সুরভি।
নিলয় রফিক
মহেশখালী,কক্সবাজার,বাংলাদেশ
কবি নিলয় রফিকের জন্ম ৬ আগস্ট ১৯৮৩ সালে। স্কুল জীবন থেকেই স্থানীয় দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় লেখালেখি শুরু। পরর্বতীতে বিভিন্ন লিটলম্যাগসহ জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য পত্রিকায় কবিতা প্রকাশিত হয়। এ পযর্ন্ত বিশটির ও বেশি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে তার উল্লেখযোগ্য কবিতা। ইতিমধ্যে ল্যাটিন আমেরিকার 'অ্যাামাজন' থেকে প্রকাশিত হয়েছে ইংরেজি কাব্যগ্রন্থ 'সান লীফ'। বাংলা ভাষায় তার লেখা কাব্যগ্রন্থের সংখ্যা ছয়টি যথাক্রমে ১.বিশুদ্ধ বিষাদে ভাসি আমি রাজহাঁস ২.পিপাসার পরমায়ু ৩.নোনামানুষের মুখ ৪,অজ্ঞাত আগুন ৫ আঁখিআঁকা আদিনাথ ৬.মোমের প্রার্থনায় নত মাটির শরীর। তার কবিতায় রয়েছে ভাবের মায়াজাল, ঘোরলাগা অনুভব। শব্দ ও ছন্দের অসামান্য বুনুনে কবি নিলয় রফিক যেন মায়াবী জাদুকর।