মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - হুল বিদ্রোহ

সঞ্জয় বাস্কে, পুরুলিয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২২ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার

হুল বিদ্রোহ
সঞ্জয় বাস্কে, পুরুলিয়া

সিধু, কানু, চাঁদ, ভৈরব এগিয়ে ছিল
সাঁওতাল জাতি সাথে ছিল।
সবার থেকে আগে
হুল হুল বলে চিৎকার করেছিল।
ব্রিটিশ রাজের নির্যাতন, অবাঞ্চনার থেকে
ন্যায্য অধিকার পাওয়ার জন্য
জোটবদ্ধ ভাবে এগিয়ে গিয়েছিল।
তীর ধনুক ধরে, ইংরেজ সাহেবদের গুলি বারুদের আগে দাঁড়িয়েছিল।
ভাগনাডিতে জড়ো হয়ে, সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছিল।
শরীর থেকে রক্ত বয়ে গিয়েছিল
হুল বলে চিৎকার করেছিল।
গোটা ভারতবর্ষের মধ্যে
সাঁওতাল জাতি এগিয়ে ছিল।
আগের মতই জোটবদ্ধ হবো
শিক্ষাতেও এগিয়ে যাবো।
নিজেদের অস্তিত্ব অধিকারের জন্য
হুলের মতোই চিৎকার করবো।