রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত সংকলন প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার

সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত 'অমর কথা' সংকলন প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা

মোঃ ইজাজ আহামেদ

কলকাতা, ২৩শে জুন ২০২৪: গতকাল ২৩শে জুন  রবিবার শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মহাসমারোহে  অনুষ্ঠিত হলো সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত "অমর কথা" যৌথ সংকলন প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা। উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের আয়োজক ও সংকলনের সম্পাদক দীপঙ্কর বর্মন, সহ সম্পাদক মোঃ মুরসালিন হক। এই সংকলনে কলম ধরেছেন  মোঃ ইজাজ আহামেদ, আবদুস সালাম, ইমদাদুল ইসলাম, আব্দুল মালেক, প্রণব শিকদার, উমর ফারুক, দেবাশীষ ব্যানার্জী, গার্গী সরকার, মল্লিকা চক্রবর্তী, দেবাশীষ সেনগুপ্ত, সুবল চন্দ্র দাস, রাফিকুজ্জামান খান, সংকলনের সম্পাদক ও সহ সম্পাদক সহ ১০৩ জন কবি।  অনুষ্ঠানের  যুগ্ম সভাপতির আসন অলংকৃত করেন যথাক্রমে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের প্রোজ্জ্বল রায় চৌধুরী ও দীনবন্ধু ঘোষ মহাশয়। সঞ্চালকের  ভূমিকায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক লুতুব আলী। বিশেষ অতিথি  ছিলেন  সাহিত্যিক সুকুমার পয়রা, বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন কবি ও অভিননেতা দেবাশীষ ব্যানার্জি, বাতায়ন পত্রিকার সম্পাদক বরুণ ব্যানার্জি,  কবি অর্পিতা কামিল্যা। উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক মফিজুল ইসলাম,কবি রাফিকুজ্জামান খাঁন, কবি রাখি পাইক, কবি প্রণব শিকদার, কবি সুবীর দাস, কবি সুব্রত পৈড়া, কবি প্রীতি সরদার, কবি অশোক মন্ডল, কবি ইন্দ্রাণী চৌধুরী, কবি সমীর কুমার ভৌমিক, কবি অরুনিমা চ্যাটার্জি,কবি মল্লিকা চক্রবর্তী, কবি স্বপন পাইক সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কবিদের সন্মাননা প্রদান করা হয়। কবিদের কবিতা পাঠ ও বক্তব্যে  সভা বেশ মুখরিত হয়ে ওঠে।