নবাবের শহরে পলাশী দিবস উপলক্ষে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০০ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার
মুর্শিদাবাদ, ২৩শে জুন: আজ রবিবার ২৩শে জুন পলাশী দিবস উপলক্ষে নবারুণ পত্রিকা আয়োজিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সন্মান জানাতে নবাব সিরাজউদ্দৌলা সংখ্যা প্রকাশ, সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক ওয়াসেফ মঞ্জিলের সামনে হাওয়া মহলে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মুর্শিদাবাদের নবাব সৈয়দ রেজা আলী মির্জা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিক্ষাবিদ খলিলুর রহমান। অতিথি ছিলেন সাংবাদিক অপূর্ব কুমার সেন, কবি মোঃ ইজাজ আহামেদ, অরবিন্দ সরকার, শিল্পী সুশান্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ, সহ সম্পাদক হামিম হোসেন মণ্ডল, সভাপতি সহিদুল ইসলাম বিশ্বাস, কবি হান্নান বিশ্বাস, কবি আব্দুল মালেক, কবি উমর ফারুক, কবি অরবিন্দ, কবি আমেদ আলী, কবি ও সাংবাদিক আবিদ আলি, কবি একলাচ মন্ডল, কবি কাকলী বিশ্বাস সরকার, কবি নূরজাহান বেগম, কবি লুৎফা মণ্ডল মীর, কবি বিধান চন্দ্র বিশ্বাস, সহিত্যিক মুকুল মিয়া, কবি সাহাজামাল, কবি রেক্সনা পারভীন প্রমুখ কবি ও সাহিত্যিকগণ। এদিন নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয় সৈয়দ নবাব রেজা আলী মির্জাকে (সমাজ ও সংস্কৃতি ব্যক্তিত্ব), অপূর্ব কুমার সেনকে (রাজ্য স্তরের প্রবীণ সাংবাদিক), অনল আবেদীনকে (রাজ্য স্তরের সাংবাদিক) খলিলুর রহমানকে (বিশিষ্ট শিক্ষাবিদ)। উপস্থিত কবি-লেখকগণ স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে সম্মেলন মুখরিত হয়ে উঠে।