কবিতা - সেই- ই তো পিতা
এস এম মঈনুল হক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৭ এএম, ৯ জুন ২০২৪ রোববার
সেই- ই তো পিতা
এস এম মঈনুল হক
তীব্র দাবদাহে পুড়ছে ছাদ।
ঘরের মধ্যে স্ত্রী পুত্র কন্যারা।
কিছুটা হলেও উষ্ণ আরামে তারা
দুপুরে খাবার খেয়ে বিশ্রাম।
ঘরের কোণে অসুস্থ মা।
সবার জন্য আহার ঔষধ পানির ব্যবস্থা করতে
দগ্ধ পৃথিবীর খোলা মাঠে
কোদাল কোপাতে গিয়ে ঘাম ঝরছে
চোখে মুখে তীব্র তাপের কদাকার চিহ্ন
পরিবারের কর্তা, পি-তা।
কর্ম শেষে বাড়ির উঠোনে পা রাখতেই
অসুস্থ মায়ের কাতরানী।
তালপাতার পাখাটা হাতে নিয়ে
মায়ের মাথার নিকট বসে ঘুরিয়ে চলেছে।
সেই-ই তো পিতা।
হাত পা ধুয়ে দুটো খেতে বসে।
ছোট ছেলেটা বলে, বাবা খাতা নেই।
স্ত্রীর আবদার-
শুনছো, আমার শাড়ি ছিঁড়ে গেছে।
বড় মেয়েটা কান্না করছে
বন্ধুরা সব পিকনিকে যাবে।
বাবা বলে, তুমিও যাবে।
মেয়ের মন আনন্দে ভরে ওঠে
তুমি আমার সোনা বাবা।
ঠিক বলেছ মা।
সেই-ই তো পিতা
বাক্সের কোণে ফেলে রাখা
টাকাগুলো হিসাব করে,
ঔষধ পথ্যাদি খাতা বই পিকনিক
স্ত্রীর শাড়ির খরচ হবে না তাতে।
মোড়লের বাড়ি গিয়ে চড়া সুদে আনে টাকা।
সবার সাধ হয় পূর্ণ।
নিজের পরনের লুঙ্গিটা ছেঁড়া,
সেদিকে তার নিজেরই ভ্রুক্ষেপ নেই।
রাতে চোখের পল্লব উঠানামা করে
ঘুমের লেস মাত্র নেই
পাশে ঘুমন্ত স্ত্রী
সকাল হলেই ছুটতে হবে কর্মস্থলে
সেই- ই তো পিতা।
মহান দায়িত্ব পালনের কর্তা।
প্রচন্ড শীতে সবার জন্য লেপের ব্যবস্থা।
নিজের শরীর ঢাকা ছেঁড়া কাঁথায়।
সেই-ই তো পিতা।
তাকে ক্লান্ত হতে নেই,
দুঃখ স্পর্শ করলেও অনুভূত হবে না,
রৌদ্র জলের স্পর্শে অসুখ অবহেলিত
অপাঙ্গের কোণে জল শুকিয়ে যায়।
সেই-ই তো পিতা।
কবি পরিচিতি:
এস এম মঈনুল হক খুব ছোট থেকে লেখালেখির জন্য হাতে কলম খাতা তুলে নেয়। ২০০৪ সালে কলকাতা বইমেলায় তার বিখ্যাত উপন্যাস "মণিবাগিচা" প্রকাশ করা হয়। দৈনিক দিনদর্পণ পত্রিকায় অনেক লেখা তার প্রকাশ হয়েছে ও বর্তমানে হচ্ছে। পুবের কলম পত্রিকায় কিছু অভিমতও প্রকাশ হয়েছে। মুর্শিদাবাদ জেলার ফুলসহরী গ্রামে তাঁর জন্ম। পিতা গোলাম আম্বিয়া ১৯৯৪ সালের ৮ই ডিসেম্বর পরলোক গমন করেন। মাতা নুরজাহান বেবি একজন ধার্মিক ও দানশীলা মহিলা। একমাত্র মেয়ে শবণম সালমা জাহান হক। বড় ছেলে মোমাইজুল হক ও ছোট ছেলে সানিউল হক। প্রকৃতির সৌন্দর্য তিনি দারুণভাবে অবলোকন করেন। বেশ কিছু অনলাইন ম্যাগাজিন যেমন নবপ্রভাত ও বাংলাদেশ থেকে প্রকাশিত সাময়িকীতে তিনি লেখালেখি করেন। কলকাতার বেশকিছু little magazine এ ও তাঁর লেখা প্রকাশ হয়েছে এবং এখনো হচ্ছে। তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন মণিই হচ্ছে সবথেকে বড় অনুপ্রেরণা. Cloud of thoughts, Story Spinners Publication, Talets Vibes এর মত বিখ্যাত Publication গুলিতে ইংরেজি কবিতা, প্রবন্ধ , ছোট গল্প নিয়মিত প্রকাশ হচ্ছে।