কবি - বেসুরো জীবনবীণা
স্বাগতা সান্যাল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১২ মে ২০২৪ রোববার
বেসুরো জীবনবীণা
স্বাগতা সান্যাল
দিগ্বিদিক জ্ঞানশুন্য ওরা
হেঁটে চলেছে-
চড়াই উতরাই পেরিয়ে
মাইলের পর মাইল -
শুধু হেঁটে চলেছে,
পৌঁছবেই ঠিকানায়।
মাথায় বোঝা,বুকে শিশুসন্তান।
ওরা? পরিযায়ী শ্রমিক।
অশ্রুনদীর সমুদ্র তবু তৃষাতুর-
খাবার ,ঘুম ,শান্তি নেই ,
ভালো মন্দের অনুভূতি নেই,
আছে শুধু বাঁচার তাগিদ।
বেসুরো জীবন বীণা-তাই
তালহীন, ছন্দহীন ক্লান্তিহীন
শুধু পথচলা।
ওরা এখন খবর, শুধুই খবর,
আর রসদ কবিতার।
পরিচয়?পরিযায়ী নাম্নি শ্রমিক।
****************************
স্বাগতা সান্যাল
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
কবি পরিচিতি: কবি স্বাগতা সান্যাল মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের দহরপার গ্রামের সম্ভ্রান্ত সান্যাল পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা অমিয় কান্তি সান্যাল, মাতা-মালা সান্যাল। তিনি পোস্ট অফিসে চাকরি করার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। তাঁর লেখা বিভিন্ন যৌথ গ্রন্থ ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।