অভিমুখ
বাবুর আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার
অভিমুখ
বাবুর আলি
ব্যর্থতা কিছু শিক্ষা দেয়
সাফল্যের দিকে এগিয়ে যেতে
প্রেরণা যোগায়।
ঢেউয়ের পরে ঢেউ ওঠে
তুফানের সাথে লড়ে নাবিক
সাগর শান্ত হয় অমোঘ নিয়মে,
মাঝি ফেরে নিজে ধামে।
পৃথিবী অশান্ত হয় ,আসে বিপর্যয়
ক্ষত রেখে যায় থামেনা সময়,
পরিবর্তন ,নবায়ন, অনুঘটক বিবর্তন।
জীব শ্রেষ্ঠ নর করে আত্ম সংহার,
সম্পদ লোভী লালসার দাস
আপন স্বার্থ তরে করে সন্ত্রাস,
প্রতিবাদ অনিবার্য হয়,ওঠে রণ -ধ্বনি,
গণ তরঙ্গ উঠে ফেনী।
জন্মগত অধিকার বুঝে নিতে
রণাঙ্গনে ধাবমান যারা
শান্তির, মুক্তির বার্তা বাহী ওরা।
মেহনতি মানুষের অগ্রণী দল
সাম্য মন্ত্রে অবিচল।
তারুণ্যের জয় নিশ্চিত হবে
পৃথিবী তখন শান্ত হবে।