মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - অতীত স্মৃতি

আলী সোহারব ( বাংলাদেশ)

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার

 

কবি পরিচিতি: আলী সোহারব, পিতা-মৃত মোঃ হায়দার আলী মাতা-মৃত মোছাঃ নুরজাহান বেগম তিনি ০৫/০৬/১৯৫৮ খ্রিঃ ভরতের পশ্চিম বঙ্গের ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তরগত দূর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগজ্ঞ থানার অন্তরগত মহৎপুর গ্রামে বসবাস করছেন। তিনি ডাক বিভাগে কর্মরত ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত এবং তিনি বর্তমানে নিম্নেবর্ণিত সাহিত্য সংগঠনের সাথে জড়িত আছেন।দক্ষীন বাংলা লেখক ফোরাম গণসংযোগ ও প্রচার সম্পাদক সাতক্ষীরা জেলা শাখা, সাধারণ সম্পাদক গাঙচিল সাহিত্য পরিষদ কালীগজ্ঞ উপজেলা শাখা, সাধারণ সম্পাদক জেলা সাহিত্য পরিষদ কালীগজ্ঞ উপজেলা শাখা কালীগজ্ঞ হতে প্রকাশিত সাহিত্য ম্যাগাজিন খড়কুটো পত্রিকার সম্পাদক নিম্নে বর্ণিত সাহিত্য পুরস্কার বাঁধন হারা সাহিত্য পুরস্কার ২০০৫, খানবাহাদুর সাহিত্য পুরস্কার ২০০৮, কবি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার২০০৯,

নক্ষত্র সাহিত্য সংসদ ঢাকা থেকে বিচারপতি মাহাবুব সন্মাননা পুরস্কার ২০১০, রংপুর সাহিত্য সন্মননা ক্রেষ্ট ২০১৪, ভারতের নদীয়া হতে জলঙ্গী সাহিত্য সন্মননা ক্রেষ্ট 

২০১৫, পূষা সাহিত্য পুরস্কার 

২০১৫, মুর্শিদাবাদ থেকে নূর মহম্মদ স্মৃতি সন্মাননা, স্বপ্নের ভেলা সাহিত্য সন্মাননা সহ আরও অনেক সাহিত্য পুরস্কার পেয়েছেন।

 

 

কবিতা - অতীত স্মৃতি

আলী সোহারব ( বাংলাদেশ)

 

আমার হৃদয়ে তোমার ছবি,

তোমার নয়নে আমি কবি।

পাহাড়ের পাদদেশে নরম ঘাসে

পাক পাখালির গানে

মধুর তানে।

তুমি আর আমি দু'জনা

চলতে চলতে হঠাৎ করে

 নুড়ির আঘাত।

পায়ে হোঁচোট খেলাম

আঙুল ফেটে রক্ত ঝরতে লাগল।

তুমি লতা-পাতা ও তোমার

শাড়ীর আঁচল ছিড়ে

আলতভাবে বেঁধে দিলে।

কিছু রক্ত ঝরল বললে তুমি-

মাটি লাল হয়ে গেছে রক্তে।

আমি বললাম -ঝরুক

রক্ত ঝরা দিনগুলি

অতীত স্মৃতি হয়ে রবে।