কবিতা - প্রতিশ্রুতির ফুলঝুরি
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৯ এএম, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
প্রতিশ্রুতির ফুলঝুরি
মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
এই আধুনিকোত্তর প্রযুক্তির যুগে
কথারা প্রতিশ্রুতি রাখতে পারে না,
তারা শুধু বার্তা দিতে পারে;
আপনাকে ক্রমশ জাদুতে বিমোহিত করছে তারা;
আপনি তাদের ধ্বনির মিষ্টি সুরে বিশ্বস্ত হয়ে
বর্ষার জেলে বন্দি হয়ে গেছেন আর দুঃখরা
ভিড় করছে মনের আঙিনায় এসে;
আদিগন্তে প্লাবনের জল, আপনি একা,
প্লাবিত অসহায় মানুষদের মতো দুই নয়ন থেকে
নামছে নোনা বৃষ্টিধারা।
তাদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে আপনিও কাউকে
দিয়েছিলেন কথা, পারলেন জানতে এ মরীচিকা,
মিথ্যা ফানুস, আপনার সুনাম ধর্ষিত লাগলো হতে;
চিরদিন পঙ্গু হয়ে রইলো প্রতারকের জন্য তা;
অহরহ মার খেতে লাগলো পথে।