কবিতা - অনাথের শব্দ
তাইরান আবাবিল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
অনাথের শব্দ
তাইরান আবাবিল
বাংলাদেশ
জল হয়ে মেঘ গেছে ঝরে
রোদ উঠে গেলো বলে তাই,
মানুষের শহরে আমি
আজও শব্দ খুঁজে বেড়াই।
সুদূরে রাখি খোলা চোখ
নির্বাকে দেখি চেয়ে
সদ্য ভূমিষ্ঠ এক অনাথের আর্তনাদ...
করুণ শব্দে
কালের সভ্য আবরণ
যেন এখন ছেঁড়াই তার।
শব্দ কাঁদে
শব্দ হাসে
নির্মাণের মায়াজালে,
শব্দ সুখে
শব্দ দুঃখে
তবুও ফের আমি শব্দ খুঁজি
তার ঐ আকাশের শরীরে
কোলাহল হীন পাখির পালে।
শব্দ নিহিত একাকী
তার জীবনের খাতায়,
কেনো তাহলে শব্দ নিঃসঙ্গে অপূর্ণ
তার ভালোবাসার প্রতিটি পাতায়..?