রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে একশো দিনের টাকা পাচ্ছেন শ্রমিকরা।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

অবশেষে একশো দিনের টাকা পাচ্ছেন শ্রমিকরা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখান ভগবানপুর গ্রাম পঞ্চায়েত। একশো দিনের কাজের প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠায় ২০২১ সালের ডিসেম্বর থেকে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে। এ নিয়ে এ জেলায় এসেও একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একশো দিনের কাজ পরিদর্শনে এ জেলায়ও এসেছিল কেন্দ্রীয় দল। পরিদর্শনে এসে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ ছিল, কাজে নিয়ম বহির্ভূতভাবে কিছু প্রকল্পে যথেচ্ছ টাকা খরচ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ ছিল, অনিয়মে যাঁরা যাঁরা জড়িত, তাঁদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জানানো হয়েছিল, শৃঙ্খলাভঙ্গে ব্যবস্থা নেওয়া যেতে পারে, সরকারি অর্থ নয়ছয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যদিকে, এই সময়ের মধ্যে বকেয়া মজুরি চেয়ে প্রায়শই পঞ্চায়েতে হত্যে দিয়েছেন শ্রমিকেরা। 

১০০ দিনের প্রকল্পে, শ্রমিকের মজুরির চালা বিগত ২ বছর যাবৎ কেন্দ্র সরকার আটকে রেখেছিল, তা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যেগে উক্ত টাকা প্রদান করা হল বলে জানান বৈষ্ণবনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাক হোসেন। তিনি জানান, ১০০ দিনের মজুরি হিসাবে ২৮ হাজার ও সর্বনিম্ন ২৮০০ টাকা পাবেন তারা।

এদিন  ১০০ দিনের প্রকল্পে সমর্থনে ভগবানপুরের  বিএনসি নতুন বাজারে একটি সভার আয়োজন করা হয়।  সভায় উপস্থিত ছিলেন ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মানবী দাস, উপ প্রধান মুস্তাক হোসেন, নির্বাহী সহায়ক গৌতম মণ্ডল। মূলত ২০০ জন উপভোক্তাকে নিয়ে সচেতনতা মূলক আলোচনা করেন মমতা। তাদের প্রাপ্ত পরিমাণ টাকা বেহাত না হয় সেটাই তিনি বুঝিয়েছেন ঐ শ্রমিক মজুরদের।