ফরওয়ার্ড ব্লকের নেতাজী ভাবনা যাত্রা
সরিফুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পুষ্পপ্রভাতের প্রতিবেদক, হরিশ্চন্দ্রপুর, ১৬ জানুয়ারি:
বিপন্ন সম্প্রীতি,বিপন্ন গণতন্ত্র ও মানুষের বঞ্চনার বিরুদ্ধে নেতাজী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে 'নেতাজী ভাবনা যাত্রা' শুরু করেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটি। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভারতবর্ষের মানুষের কাছে নেতাজীর আদর্শকে পৌঁছে দেবার উদ্দেশ্যে একটি ভ্রাম্যমান ট্যাবলো দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে। ১১ জানুয়ারি যাত্রা শুরু হয় এবং শেষ হবে আগামী ২১ জানুয়ারি। তার সঙ্গে তালমিলিয়ে বুধবার মালদা জেলা কমিটির উদ্যোগে একটি ট্যাবলো কালিয়াচক থেকে শুরু করে মোথাবাড়ি, মানিকচক, রতুয়া, ভালুকাবাজার হয়ে রাজধানি মোড় পেরিয়ে হরিশ্চন্দ্রপুরে পৌঁছাল। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রফিকুল আলম, অনুপ, অজিত সাহারা বলেন, দেশ জুড়ে বিজেপি আজ ধর্মের রাজনীতি করছে। মেরুকরণের চেষ্টা করছে। মানুষের মস্তিষ্ক চিবিয়ে খাচ্ছে। মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে না, স্বাধলীন ভাবে নিজের খাবারটুকু খেতে পারছে না, মানুষ আজ নানা ভাবে বঞ্চিত,সর্বোপরি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং সম্প্রীতির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাজী ভাবনা নিয়ে আমাদের পথে নামা।