রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্ধ প্রতিবন্ধী যুবতীকে মারধর, নীরব পুলিশ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বৃষ্টির জল ছাদ থেকে গড়িয়ে পরাকে কেন্দ্র করে বিবাদ। তার জেরে তিন দিন ধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্ধ প্রতিবন্ধী যুবতী। যুবতির নাম জয়া সিংহ। অভিযোগ,  প্রতিবেশী সন্দীপ সিংহ, সত্যেন সিংহদের বাড়িতে জয়াদের বাড়ির ছাদের বৃষ্টির জল গড়িয়ে পড়ার। সত্যেনরা জন্মান্ধ জয়া ও তার মা চেনু সিংহকে বেধড়ক মারধর করলে ২৫ ফেব্রুয়ারি থেকে তারা বেডারাবাদ হাসপাতালে ভর্তি রয়েছে। জয়ার দাদা রাম সিংহ বলেন, ঘটনার বিবরণ দিয়ে ঐ দিন বৈষ্ণবনগর থানায় লিখিত অভিজোগ করেছি। কিন্তু পুলিশ কোন   পদক্ষেপ নিচ্ছেন না। 

ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানায় এলাকার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নকুলপাড়ায়।

মঙ্গলবার হাসপাতালে বসে জয়া জানান, সেদিন তো আমরা মরেই যেতাম কিন্তু ভগবান আমাদের বাঁচিয়েছেন। হাসপাতালে পুলিশ এসেছিল। 

রাম সিংহ জানান,  তাদেরকে শাসকদলের বিধায়িকা চন্দনা সরকারের স্বামী বাচ্চু সরকার ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাক হোসেন বেদারাবাদ হসপিটালে এসে ঘটনার মিউচুয়াল করে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি তারা সমবেদনা জানানোর জন্য ও সৌজন্য সাক্ষাতের জন্য ওই  মহিলাদেরকে দেখা করতে গিয়েছিলেন। 

 এদিকে বৈষ্ণবনগর থানা সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।