মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - হিয়ার পরশ

বিশ্বনাথ সাহা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

হিয়ার পরশ
বিশ্বনাথ সাহা

দিন দুপুরে অনেক খুঁজি
পাই  না তবু দিশা
ব্যাকুল হৃদয় কেঁদে ফেরে
আঁধার ঘনায় নিশা।

সেই যে তোমার মুখের হাসি
উজাড় করে ব্যথা
মানস পটে উঠছে ফুটে
না বলা সব কথা।

খুঁজি নানা লোকের ভীড়ে
আমার মানিক হীরে
দু চোখ ভরে দেখবো বলে
চলি ধীরে ধীরে।

রাতের ঘুমে বন্ধ আঁখি
স্বপ্নে  ভালো দেখি
তুমি হীরে মানিক আমার
হিয়ার পরশ একই।

ভোরের আলোয় জেগে উঠি
আঁখি খুলি এবার
চেয়ে ‌দেখি সবই ফাঁকা
পাই না দেখা তোমার।