কবিতা - নষ্ট মেয়ে
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
নষ্ট মেয়ে
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
বাংলাদেশ
বন্ধু মানে তোর কাছে খোলা আকাশ,
বুঝিস না তোকে চেয়ে দেয় ওরা বাতাস,
অনলাইনে চ্যাট আর অফলাইনে রুমডেট
এসব করে হয়নি কভু লজ্জায় মাথা হেট।
জীবনে কতো শত বাইক,
দামী গাড়ী আর
অটোরিকশাতে উঠলি,
হাত ভাঙ্গলি, পা ভাঙ্গলি,
বুকের এক সাইড কাটলি,
তবুও তুই অন্ধকারেই থাকলি।
জীবনের কতো সিড়ি উঠতে
গিয়ে কতো বার নামলি।
কতো জনের সাথে হাটতে
গিয়ে কতো বার থামলি।।
ফুর্তি করাই আসল কাজ,
হাটে, মাঠে নেইকো লাজ,
লোকে যখন দিচ্ছে তোকে ধিক,
এতে তুই আরও হচ্ছিস আধুনিক।
অনেক হয়েছে এবার তবে থাম,
তওবা করে মুখে নে, আল্লাহর নাম।
বয়স হয়েছে দুই কুড়ি তিন বছর পার,
এখন এসব ধান্দাবাজি এক্কেবারে ছাড়।