রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝরে শ্মশান কালী মেলার শুভ উদ্ধোধন, কাঁকরতলা এলাকায়

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

বীরভূম জেলার কাঁকরতলা থানার বড়রা ঝরে শ্মশান কালী মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শনিবার।এদিন ফিতে কেটে মেলার উদ্ধোধন করেন বীরভূম জেলা পরিষদের উপ অধ্যক্ষ্য আঁখি আধিকারি ও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসিমা ধীবর। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী, বড়রা গ্রাম পঞ্চায়েত প্রধান সৈয়দ আজম হোসেন,উপ প্রধান সেখ মুনখুস সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।গ্রামীন এলাকার এই ঝরে মেলা চলবে চারদিন।মেলায় প্রতিদিন থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্টান।মেলায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাঁকরতলা থানার পক্ষ থেকে  পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একান্ত সাক্ষাৎকারে মেলা ইতিহাস সম্পর্কে আঁখি অধিকারী তার বক্তব্যে জানান স্বর্গীয় নিমাই গাঙ্গুলী প্রতিষ্ঠিত  ঐতিহ্যবাহী বড়রা ঝরে মেলা এবার চব্বিশ বছরে পদার্পণ করলো।তিনি মেলায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে মেলার আনন্দ উপভোগ করার আবেদন করেন। হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে এই মেলা এলাকায় সম্প্রীতির বার্তা বহন করে চলেছে বলে উল্লেখ করেন।