বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ির পাশের বাঁশবাগানে বন্দুক হাতে এক কিশোর ও এক তরুনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

বন্দুক হাতে এক কিশোর ও এক তরুনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।একজন হাতে ধরে রয়েছেন বন্দুক।একজন আবার মাথায় ঠেকিয়ে। আর ছবি ভাইরাল হতেই তুমুল শোরগোল
পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী গাররা গ্রামে। জানা গিয়েছে,ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুবারক (১৯) এবং মহম্মদ গুলসেদ (১৫)। সম্প্রতি এই দুইজনের বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ছবি তে বাড়ির পাশের বাঁশ বাগানে তাদের দেখা গেছে বন্দুক হাতে।একজনের হাতে বন্দুক আবার একজন মাথায় বন্দুক ঠেকিয়ে। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই এলাকায় চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কোথায় আগ্নেয়াস্ত্র হাতে পেলো এই দুই যুবক। কেনই বা তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছে। সামাজিক মাধ্যমের বিভিন্ন ছবিতে বা রিলসের প্রভাবে নিছকই অভিনয়। না কি পেছনে রয়েছে অন্য কোন কারণ। উঠেছে একাধিক প্রশ্ন? জানা গেছে ওই দুই জন মাঝে মাঝে ভিন রাজ্যে কাজ করতে যায়।সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে।যদিও পরিবারের অভিভাবকেরা সাফাই দিয়েছেন হয়তো খেলনা বন্দুক। 

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে।