মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - বাংলার জন্য

দুলাল প্রামানিক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

বাংলার জন্য
দুলাল প্রামানিক

মায়ের কোল থেকে নেমে
তাকাই মায়ের মুখের দিকে,
যতই তাকাই যতই দেখি
দেখাটা হয় না ফিকে।
ঘুমের থেকে উঠি যখন --
প্রথম কথাটা বলি উচ্চরবে  ,
ভুলে যাই সে মুখের ছবি ,
ম্লান হাসি দেখেছি কবে?
আমার ভাষা, তোমার ভাষা
ভাষা সবার জন্য,
সবার চেয়ে মিস্টি আমার
মাতৃভাষা অগ্রগন্য ।
সালাম, রফিক, জাব্বার, বরকত
সফিক আমার ভাই ,
একুশ এসেছে আমার দুয়ারে
তাই আজ একুশের গান গাই ।
ভাইয়ের সাথে ভাইয়ের মিলনে
বাংলা মায়ের উঠান,
বাংলা আমার হৃদয় জুড়ে
বাংলাই ধ্যান জ্ঞান।