মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - ফাল্গুন মানে অমর একুশে

মহুয়া মিত্র

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

ফাল্গুন মানে অমর একুশে
মহুয়া মিত্র

ফাল্গুন মানে কৃষ্ণচূড়া অশোক পলাশ,
ফাল্গুন মানে মনের গহীনে একুশের বসবাস।
ফাল্গুন মানে রঙের খেলা,
ফাল্গুন মানে বর্ণমালা।
ফাল্গুন মানে ভালোবাসা,
ফাল্গুন মানে বাংলা ভাষা।
ফাল্গুন মানে দখিনা বাতাস,
ফাল্গুন মানে সালাম জব্বার বরকতের লাশ।
ফাল্গুন মানে প্রেমের ভেলা,
ফাল্গুন মানে রক্ত খেলা।
বাংলা, মোরা বাঙালি,
মোরা ভাষার তরে শ্রেষ্ঠ।
দুনিয়ার আর কোনো জাতি,
হয় নি তো ক্ষতি,
লড়ে নি তো কেউ,
ভাষার জন্য এমন মহান যুদ্ধ।
সেলাম তোমাকে বীর ভাষাসৈনিক,
তোমার জন্য পেয়েছি মোরা
এই ভাষা নির্ভিক।
ধন্য তুমি একুশের ভোর,
খুলি সকলে বন্ধ মনের দোর,
ভাষার প্রতি দিই অঞ্জলী,
মুক্ত কন্ঠে বলি আমি বাঙালি,
ভাষা বাংলা,
ভাষা বাংলা,
ভাষা বাংলা।।।