মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - ২১শে ফেব্রুয়ারি

মজিবুর রহমান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

২১শে ফেব্রুয়ারি
মজিবুর রহমান, প্রধানশিক্ষক, কাবিলপুর হাইস্কুল

একুশ মানে মাতৃভাষাকে মন থেকে ভালোবাসা
স্বীকার করা শুধু ধর্মে মেটে না আশা।
একুশ মানে মাতৃভাষার মর্যাদায় ছাত্র যুব আন্দোলন
এক ভাষার সব মানুষের ঐক্য মিলন।
একুশ মানে মাতৃভাষার বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
সন্ত্রস্ত শাসক দেখে সম্মুখে সমূহ বিপদ।
একুশ মানে মাতৃভাষার আত্মপ্রতিষ্ঠার লড়াই
আছে কেবল অসীম সাহস, ভয় ডর নাই।
একুশ মানে মাতৃভাষার সম্মানে রক্তস্নাত শবদেহ
দৃঢ় প্রত্যয় পিঠটান দেবে না কেহ।
একুশ মানে মাতৃভাষার আন্দোলনে স্বাধীনতার সংগ্রাম
অকুতোভয় বাঙালির ঐতিহাসিক বিক্রম।
একুশ মানে মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি 
রাষ্ট্রের থাকা চাই উদার একটি ভাষা নীতি।