২১শে ফেব্রুয়ারী /১
অরিন্দম চট্টোপাধ্যায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
২১শে ফেব্রুয়ারী /১
অরিন্দম চট্টোপাধ্যায়
কায়েদ- ই -আজম এর মুখের ওপর
যে কথা ধীরেন দত্তরা ভাসিয়েছিলেন
তা যে পদ্মা যমুনা মেঘনা উদ্বেলিত করে তুলবে
কে ভেবেছিল, তবুও করেছিল
যা এখনও ইতিহাস হয়ে আছে
অনুরণিত হয়েছিল আকাশে বাতাসে
সেই অনুরণন কোন স্থিতধী পাহাড় হয়ে যায় নি
ছড়িয়েছিল সমুদ্রগর্জন আবেগ
মাঠ থেকে মাঠে প্রান্তর থেকে দিগন্তে
সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিয়ুররা
দু হাত ওপর তুলে বুক উন্মুক্ত করেছিল
রাষ্ট্র এঁকেছিল কয়েকটা চিহ্ন...
চুঁইয়ে চুঁইয়ে গড়িয়েছিল ফোঁটা ফোঁটা রক্তবিন্দু
সেই রক্তু বিন্দু গুলো যে একটা
নিজস্ব ভূমিখণ্ড, নিজস্ব নদী নিজস্ব আকাশের
একটা মানচিত্র আঁকবে তা প্রত্যয়ে ছিল না/
# অবশেষে হয়ে গেল একটা নতুন ভূখণ্ড
ও নিজের বলার মতো একটা ভাষা.....
বাংলা ভাষা বাংলা ভাষা...