মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - অমর একুশ

আশিকুল আলম বিশ্বাস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

অমর একুশ
-আশিকুল আলম বিশ্বাস


একুশে ফেব্রুয়ারি,বাহান্ন সাল,
তাক করা পাক সেনার বন্দুক নল,
প্রাণ দিল বরকত,রফিক,শফি,সালাম,জব্বার,
অমর একুশ পালন তারই ফল।

বেঁচে গেল বাংলা,সাথে তার ভাষা,
শহিদের লাল রক্তে রঞ্জিত মাটি,
ওদের স্মরণে মোদের ভালবাসা,
একুশে ফেব্রুয়ারি মিছিলে মোরা হাঁটি।

বিশ্ব মাতৃভাষা দিবস পালন,
এপার ওপার দু বাংলা জুড়ে,
সবকাজে বাংলার হোক প্রচলন,
নইলে ভাষার ভিত যাবে নড়ে।

বাংলায় কথা বলি,
বাংলাতে হাসি,
গান গাই বাংলাতে,
মুগ্ধ  বিশ্ববাসী।
**********************