মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - অমর একুশে ফেব্রুয়ারি

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

অমর একুশে ফেব্রুয়ারি
মোঃ ইজাজ আহামেদ 

একুশে ফেব্রুয়ারি মানে 
শহীদের রক্তে রাঙানো বসন্তের এক  দিবস।
একুশে ফেব্রুয়ারি মানে 
মাতৃভাষার জন্য সংগ্রামের ফসল 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
বরকত, জব্বর, সালামের রক্তের জোয়ার; 
 সেই জোয়ারে ডুব দেওয়া বাঙালিদের হৃদয়।
একুশে ফেব্রুয়ারি মানে 
তাঁদের বিদ্রোহের আগুনে দগ্ধ হওয়া ফাগুন।
একুশে ফেব্রুয়ারি মানে 
দুচোখ ভরা স্বপ্ন
ডি এন এতে থাকা ভাষার জন্য।
একুশে ফেব্রুয়ারি মানে 
বাঙালিদের স্মৃতিপটে সুরক্ষিত অমর স্মৃতি
অমর একুশে ফেব্রুয়ারি।