মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা - একুশে ফেব্রুয়ারি

ইমদাদুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

একুশে ফেব্রুয়ারি
(স্পেন্সারিয়্যান চতুর্দশপদী)
ইমদাদুল ইসলাম 
(মুর্শিদাবাদ , ভারত)

সকল ভাষা শহীদ   বীর ওগো মানি,
এমন বীরের কথা  কভু নাহি ভুলি।
মাতৃ ভাষার সম্মান  তরে তাঁরা ধ্যানী,
ভাষার সম্মানে প্রাণ  হস্তে নেয় তুলি।
রক্ষার্থে মায়ের ভাষা  বক্ষে খায় গুলি, 
রফিক জব্বার সহ  হলো বলি কত! 
মোরা বাঙালি সকল কেমনেতে ভুলি
রক্তে কিনে বুলি তাঁরা  নাহি রহে নত।

বাংলার বীর দানিল  প্রাণ শত শত,
বদলে পেলাম মোরা  সম্মান ভাষার।
স্বীকৃত সুমিষ্ট ভাষা  বিশ্বে বাংলা কত
আজিকে তাহা রহিল মোদের সবার!
একুশে ফেব্রুয়ারির  রক্তে রাঙা পথ,
ভুলিবনা কভু মোরা  নাও গো শপথ।