ভারত - বাংলাদেশের একাধিক কবি ও সাহিত্যিকের ডক্টরেট সম্মাননা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া থেকে সাম্মানিক ডক্টরেট সম্মাননায় সম্মানিত হলেন ভারত ও বাংলাদেশের একঝাঁক কবি ও সাহিত্যিক। আজ রিপাবলিক অফ কলম্বিয়ার Confederacion Mundial De Arte Y Literatura Casa Poetica Magia Y Plumas শিরোনামে তাদের দেশের একটি আন্তর্জাতিক সাহিত্য সংস্থা থেকে ইংরেজি ও নিজের মাতৃ ভাষায় কবিতা ও অন্যান্য সাহিত্য কর্ম রচনায় বিশেষ পারদর্শিতা দেখানোয়, ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট দ্বিভাষিক কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম ও মোঃ ইজাজ আহামেদ সহ ওই দেশেরই বিভিন্ন রাজ্য থেকে কবি ও সাহিত্যিক কালীপদ ঘোষ, সুরেশ চন্দ্র সারাঙ্গী, নবীন কুমার উপাধ্যায়, সাধুরাম ও লক্ষীকান্ত দাসকে সংস্থাটির পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট সম্মাননায় সম্মানীত করা হয়।
ভারত ছাড়াও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের তিনজন কবি ও সাহিত্যিক কে এই বিশেষ ডক্টরেট সম্মাননায় সম্মানিত করা হয়, যাঁরা হলেন কবি ও সাহিত্যিক জাহাঙ্গীর আলম রুস্তম, জিনাত রেহেনা মুন্নী ও আব্দুল বারী। সাহিত্য সংস্থাটি ভারত বাংলাদেশ ছাড়াও নিজের দেশ কলম্বিয়া এবং মেক্সিকো, কানাডা ও আর্জেন্টিনা সহ দেশ বিদেশের একাধিক বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের এই বিশেষ ডক্টরেট সম্মাননায় সম্মানিত করে। প্রসঙ্গত উল্লেখ্য যে সংস্থাটি থেকে সম্মানিত প্রায় সমস্ত কবিই এর পূর্বেও বিশ্বের বিভিন্ন ভার্চুয়াল ও অনলাইন ইউনিভার্সিটি, শান্তি, সাহিত্য ও মানবাধিকার সংস্থা থেকে একাধিক বার এই বিশেষ সম্মাননায় সম্মানিত হয়েছেন।
সংস্থাটির ফেসবুক পেজেও এই সকল কবি ও সাহিত্যিকদের ট্যাগ করে তাদের সাম্মানিক ডক্টরেট সার্টিফিকেট সমূহ পোস্ট করা