মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনুষ্ঠিত হলো আলোর সন্ধানে পত্রিকার সাহিত্য সম্মেলন

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

মোঃ ইজাজ আহামেদ
বারাসাত, ২৮শে জানুইয়ারি ২০২৪:  উত্তর ২৪ পরগনা জেলার 'আলোর সন্ধানে পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ  ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো বারাসাতের জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে। উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক আনারুল হক, সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল ও শামীম সরদার, সভাপতি জয়দেব বিশ্বাস ও সহ-সভাপতি মাকফুর রহমান । এদিন  সকাল ১১টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। প্রকাশিত হয় একগুচ্ছ বই।   অনুষ্ঠানটির সভাপতি হন চিকিৎসক, কবি ও সাহিত্যিক সাইদুর রহমান।  উদ্বোধনী সংগীত ও সভাপতি  বরণ করেন তুহিনা হক। বরণ করে নেওয়া হয় বিশেষ অতিথি শিক্ষক স্বপনকুমার গাইনকে। প্রধান অতিথি হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. ভারতী বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন  কবি অরূপ পান্তী ।  গুণীজনদের সুন্দর বক্তব্য ও  উপস্থিত কবিদের কবিতা পাঠ অনুষ্ঠানটিকে সৌন্দর্যমন্ডিত করে। উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল কাইয়ুম, সুধীন বিশ্বাস, পার্থ বন্দোপাধ্যায়, অরূপ পান্তী, ভারতী বন্দ্যোপাধ্যায়, দ্বিভাষিক কবি ও শিক্ষক ইমদাদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মহঃ মফিজুল ইসলাম, কবি ও সাংবাদিক আসাদ আলী,  ইখতিয়ার হোসেন,  মহাদেব পাত্র,  সোহরাব হোসেন,  বরুণ হালদার , ইন্দিরা সরকার, সিকিন্দার আলী, সেলভিনা সেন,  স্বপন পাইক, জাহাঙ্গীর মিদ্দে, গোপাল শর্মা, পূবের কলম পত্রিকার সাংবাদিক এনামুল হক, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক, আজাদ বার্তা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান ও আবু আব্দুল্লাহ প্রমুখ।সঞ্চালনা করেন কবি মাকফুর রহমান ও সহযোগিতায় ইভানা মণ্ডল । অনুষ্ঠানটি  পরিচালনা করেন সম্পাদক আনারুল হক,  সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল ও মো রেজাউল মণ্ডল, সুকুমার চৌধুরী, নুরুল হক মণ্ডল, কুন্তল সরকার প্রমুখ।